কবিঃ জয়শ্রী মোহন তালুকদার
কবিতাঃ শাস্তি
দেখো দেখো চেয়ে দেখো
আমার বোনেরা কাঁদে,
শকুনের দল দিয়েছে থাবা ঐ কোমল দেহে।
আদর স্নেহ ভালোবাসায়
বড় হয়েছে যারা, তাদের ভাগ্যে
নেমেছে আজ অন্ধকারের ছায়া।
খবরের কাগজ পত্রিকাতে আজ
ঐ ধর্ষকের ছবি, বিচার চেয়ে
জনগণ করছে একই দাবী।
নারী সমাজ শান্তিতে আজ বাঁচতে চায় দেশে,
বিচার ব্যবস্থার কঠোর আইন বলিষ্ঠ পদক্ষেপে।
গুলি আর ক্রসফায়ারে যদি ওদেরশাস্তি দেয়া হতো।
দ্রত গতির বিচারে সবার শান্তি মিলত।
এমনি ভাবে হয় যদি তাদের বিচার দেশে।
ধর্ষকের সংখ্যা কমে যাবে আমার সোনার দেশে।
১৩.০১.২০২০