বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি কানিজ ফাতেমা খুশীর কবিতা ‘মানব ফিরে এসো মানবিকতায়’

কবি কানিজ ফাতেমা খুশীর কবিতা ‘মানব ফিরে এসো মানবিকতায়’

কবি: কানিজ ফাতেমা খুশী

কবিতা: মানব ফিরে এসো মানবিকতায়

কিছু সৌন্দর্য আকাশের মেঘটাকে সরিয়ে
অবসাদটাকে রাঙিয়ে দিতে পারে
ইথারে-ইথারে অসংখ্য জল্পনা-কল্পনার
সমাপ্ত ঘোষণা করতে পারে
ছড়িয়ে দিতে পারে –
প্রসন্ন মানসিকতায় তপনের আবির
আবার – কেউ রোদেলা রং গায়ে মেখে
হয়ে যেতে পারে ঝলমলে রঙিন
মখমলের বিলাসী আবির্ভাবে
রাখতে পারে চরণ
নবাবি কায়দায় দাঁড়িয়ে যেতে পারে
অগ্নিমূর্তি রূপ ধারণ করে
যেন জগতের যত হিসেব-নিকেশ
সব তাকেই দিতে হবে পাই-পাই করে
হায়! নিঠুর –
দরদী হও ধরিত্রীর মাঝে
বিলাসী হও আর যাই হও
মানব হও মানবিকতার
রং রূপ নয় চিরদিনের
উন্নাসিকতা বন্ধ করে
ফিরে এসো মানবিকতায় …

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …