সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি কাজী জুবেরী মোস্তাক এর কবিতা ‘লাশঘর’
গল্পকারঃ কাজী জুবেরী মোস্তাক

কবি কাজী জুবেরী মোস্তাক এর কবিতা ‘লাশঘর’

কাজী জুবেরী মোস্তাক

লাশঘর

এই পৃথিবীটা যেন আজ এক লাশঘর
মরছে মানুষ হোকনা সে আপন কিম্বা পর ;
পৃথিবীর উঠোন জুড়ে আজ কারফিউ
এমন দৃশ্য এ ব্রহ্মাণ্ডে দেখেনি আগে কেউ ।

জমজমাট এই মহাবিশ্ব আজকে স্তব্ধ
কাঁটাতারের এপার ওপার নেই কোন যুদ্ধ ;
জাত কিম্বা ধর্মে আজ নেই ভেদাভেদ
মানুষ মরছে মহাবিশ্বে তাইতো আজ খেদ ।

চেনা পৃথিবীর যেন অচেনা এক রুপ
জমজমাট এই মহাবিশ্ব এক নিমিষেই চুপ ;
যার ভেতরে ছিল প্রতিশোধের নেশা
সেও আজ করছে মানুষ বাঁচানোর আশা ।

আনন্দ উল্লাসে মেতে থাকা এ নগরী
আজকে যেন হয়ে গেছে একটা মৃত্যুপুরী ;
মানুষ তুমিও মানুষের পাশে দাঁড়াও
পৃথিবী জুড়ে ভালোবাসার সৌরভ ছড়াও ।

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …