রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি কাজী জুবেরী মোস্তাক এর কবিতা ‘শহীদ মিনারের গল্প’
গল্পকারঃ কাজী জুবেরী মোস্তাক

কবি কাজী জুবেরী মোস্তাক এর কবিতা ‘শহীদ মিনারের গল্প’

কবিঃ কাজী জুবেরী মোস্তাক

কবিতাঃ শহীদ মিনারের গল্প

আমি আছি নিথর দাড়িয়ে
এক খন্ড জমি দখল করে
সালাম,বরকতের রক্ত যেখানে
স্তরে স্তরে গিয়েছিল জমে,
রক্ত স্নানিত সেই পিচ ঢালা পথে ৷
এই আমাকে দাড় করিয়ে রাখা হয়েছে
ভাষা আন্দোলনের নীরব স্বাক্ষী করে,
ইতিহাসের স্বাক্ষী করে৷
আমি দাড়িয়ে আছি সেই খানটাতে
যেখানে আমাকে গড়া হয়েছে ,
অথচ , আজ মনে হয় ____
বুঝি আমার নির্মাণ ব্যার্থ হয়েছে !
কালের বিবর্তনে আমাকে ভুলে যাচেছ,
শুধু একবারই আমি উদ্ভাসিত হই
এই বাংলার বক্ষস্হলে
ক্যালেন্ডারের পাতা উল্টায়ে
যখন ফেব্রুয়ারির “২১” আসে,
এগার মাস পড়ে যখন “২১” আসে
ফুলে ফুলে আমায় ভরিয়ে তোলে ৷
তবুও আমার প্রশ্ন রইলো
চুরি করা ছাড়া ক’টা ফুল দিয়েছো আমারে ?
আমি “২১”
আমি শহীদের রক্তে রাঙ্গানো মিনার
আমি এই বাঙ্গালী জাতীর উৎস
আমিই এই স্বাধীনতার উৎস
গৌরব ভরে স্মরণ করো আমারে
নয়তো !!!!
তোমাদের ঘরে যে আগামী প্রজন্ম আছে
তারা ভুলে যাবে একুশ,
ভুলে যাবে ভাষা আন্দোলন,
ভুলে যাবে শহীদদের,
ভুলে যাবে শহীদ মিনারের ইতিহাস ৷

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *