বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি কাজী জুবেরী মোস্তাক এর কবিতা ‘গতকাল আজ আগামীকাল`
গল্পকারঃ কাজী জুবেরী মোস্তাক

কবি কাজী জুবেরী মোস্তাক এর কবিতা ‘গতকাল আজ আগামীকাল`

কবি- কাজী জুবেরী মোস্তাক

কবিতা- গতকাল আজ আগামীকাল

গতকাল আজ আগামীকাল এইতো জীবন ,
গতকাল জীবনটাকে ছুঁয়ে যায় রাতের মতন ;
আর রাত স্মৃতিগুলো নিয়ে পরে থাকে অচেতন ।
গতকাল আজ আগামীকাল এইতো জীবন ,
আজকে গতকালের থেকে করো শিক্ষা গ্রহণ ;
গতকালটা যেন তোমার কাছে করে আত্নসমর্পণ ।
গতকাল আজ আগামীকাল এইতো জীবন ,
আজও যেমন করে করছো গতকালের স্মরণ ;
আগামীকাল ঠিক তেমনি রবে আজকের বিচরণ ।
গতকাল আজ আগামীকাল এইতো জীবন ,
আজটা আগামীকালও হবে গতকালের মতন ;
আগামীকালও আবার হয়ে যাবে আজকের মতন।

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …