রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি এ কে সরকার শাওন এর কবিতা ‘সংসার সমরাঙ্গন’

কবি এ কে সরকার শাওন এর কবিতা ‘সংসার সমরাঙ্গন’

এ কে সরকার শাওন
সংসার সমরাঙ্গন


বেশতো ছিল শূন্য জীবন,
বাউণ্ডুলে চাল চলন;
ধার ধারি নি কারও শাসন
কি সুন্দর স্বাধীন জীবন!

ঘরে বাইরে যখন যেমন
দিবা রাত্রি সমান নাচন,
ইচ্ছেমত নিজের ভূবন
নিজে প্রজা নিজেই রাজন !

হঠাৎ হাসির ঝিলিক শ্রবণ,
মায়াবতীর শুভ-দর্শন;
চার নয়নের বাণ প্রক্ষেপণ,
মনোরাজ্যে তাঁর অাগমন!

জ্বলছে জীবন পুড়ছে এ মন
বুকের ভিতর তীব্র দহন,
মন মানে না যুক্তি বারণ,
ইনসোম্যানিয়ার হলো বরণ!

প্রণয় পরিণয়ে সুজন
বিধিমালার ফাঁদে দু’জন,
নির্বাসনে স্বজন-সুজন
পৃথ্বী হলো ছোট্ট অঙ্গন!

সেই থেকে মনের মরণ,
ধীর গতিতে চলছে চরণ!
বিধিমালার সাতকাহন
ইচ্ছেমালার হলো হরণ!

হারিয়ে গেল সোনার জীবন;
সাদাকালো বিবর্ণ এ মন!
ধরাবাঁধা জীবন যাপন
অফিস বাড়ী বাজার রেশন!

সংসার যেন সমরাঙ্গন,
বিষিয়ে উঠছে কর্মজীবন!
বনবাসে চলরে এ মন
সাথে থেকো মন মহাজন।

কবিতাঃ সংসার সমরাঙ্গন কাব্যগ্রন্থঃ আপন-ছায়া
শাওনাজ, উত্তরখান, ঢাকা। ১৫ জুলাই ২০১৯

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …