বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি এ কে সরকার শাওন এর কবিতা ‘সংসার সমরাঙ্গন’

কবি এ কে সরকার শাওন এর কবিতা ‘সংসার সমরাঙ্গন’

এ কে সরকার শাওন
সংসার সমরাঙ্গন


বেশতো ছিল শূন্য জীবন,
বাউণ্ডুলে চাল চলন;
ধার ধারি নি কারও শাসন
কি সুন্দর স্বাধীন জীবন!

ঘরে বাইরে যখন যেমন
দিবা রাত্রি সমান নাচন,
ইচ্ছেমত নিজের ভূবন
নিজে প্রজা নিজেই রাজন !

হঠাৎ হাসির ঝিলিক শ্রবণ,
মায়াবতীর শুভ-দর্শন;
চার নয়নের বাণ প্রক্ষেপণ,
মনোরাজ্যে তাঁর অাগমন!

জ্বলছে জীবন পুড়ছে এ মন
বুকের ভিতর তীব্র দহন,
মন মানে না যুক্তি বারণ,
ইনসোম্যানিয়ার হলো বরণ!

প্রণয় পরিণয়ে সুজন
বিধিমালার ফাঁদে দু’জন,
নির্বাসনে স্বজন-সুজন
পৃথ্বী হলো ছোট্ট অঙ্গন!

সেই থেকে মনের মরণ,
ধীর গতিতে চলছে চরণ!
বিধিমালার সাতকাহন
ইচ্ছেমালার হলো হরণ!

হারিয়ে গেল সোনার জীবন;
সাদাকালো বিবর্ণ এ মন!
ধরাবাঁধা জীবন যাপন
অফিস বাড়ী বাজার রেশন!

সংসার যেন সমরাঙ্গন,
বিষিয়ে উঠছে কর্মজীবন!
বনবাসে চলরে এ মন
সাথে থেকো মন মহাজন।

কবিতাঃ সংসার সমরাঙ্গন কাব্যগ্রন্থঃ আপন-ছায়া
শাওনাজ, উত্তরখান, ঢাকা। ১৫ জুলাই ২০১৯

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …