মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি এম আসলাম লিটনের কবিতা ‘বিদায়ের নতুনধারা’

কবি এম আসলাম লিটনের কবিতা ‘বিদায়ের নতুনধারা’

কবিঃ এম আসলাম লিটন

কবিতাঃ বিদায়ের নতুনধারা
(অধ্যাপক আনিসুজ্জামান শ্রদ্ধাভাজনেষু)

স্যার, নিশ্চিন্তে যাত্রা শুরু করুন।
না, আপনাকে শহীদ মিনারে যেতে হবে না
শহীদ মিনারই যাবে আপনার পিছে পিছে
যদিও আপনি নিজেই এক অনন্য শহীদ মিনার!
সঙ্গে পুষ্পপাহাড় নেই; তাতে কী!!
কফিনে মুড়ানো আছে ত্রিশলাখ শহীদের রক্ত!
ফুল কি এরচে সুবাসিত সুন্দর হতে পারে!
গোরের চারপাশে সৃজিত হবে হৃদয়বাগান
ফুটে রবে তরতাজা ষোলকোটি ফুল।
যে ছয় বেহারার কাঁধে আপনার শবযাত্রার পালকি
পঞ্চান্ন হাজার বর্গমাইল তার গুনফল
নিশ্চিন্তে যেতে থাকুন স্যার; সসম্মানে।
সময় আমাদের নতুন গণিত শেখায়
নতুন পথ; নতুন ভাবনা;
বোধের নতুনতর ঝরনাধারা
এ কেবল বিদায়ের নতুনধারা; ভালবাসা একই!
এ ধারায় শরীর নয়, গুণিতক মন
সংখ্যাতত্ব জুড়ে থাকে তারই বরিষণ!
আপনি তো স্যার শিক্ষক; নতুন কিছুর…
নতুন ধারার!

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …