সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি ঋতিল মনীষা’র কবিতা ‘স্বপ্ন সংক্রান্ত জটিলতা’

কবি ঋতিল মনীষা’র কবিতা ‘স্বপ্ন সংক্রান্ত জটিলতা’

কবিঃ ঋতিল মনীষা

কবিতাঃ স্বপ্ন সংক্রান্ত জটিলতা

আসব আমি, এলাম বলে বলে
বিষাদ প্রেতাত্মা ধুঁকে ধুঁকে মরে।
কত সুর শোনা হল, কত গল্প পড়া হলো
কত জীবন গল্পের ছলে বাঁকিয়ে দিল চিরচেনা
সব হক কথার ছলনা,
আসবে আসবে বলে
উচ্ছ্বসিত কবিতা দাবার জটিল কৌশল ফাঁদে।
কুয়াশার ছায়া বাঁধে স্বচ্ছ নীল আকাশ
হারানো পিতা, হারানো বালক বড় আনন্দের জোনাকি ছিল খেয়াঘাটে।
বৃষ্টি কিশোরী, মেঘ মেঘ নারী
বিদ্যুৎ জিহ্বা বজ্রপাতে ধরে রাখে আলো
পোষা মন বিরহী প্রেমে
আত্মকেন্দ্রিক বাস ভবনে
আলাদা আলাদা, দু’জনের উপপত্তি।
ঠিক যেন ঝড়ে এবার
সমস্ত ধনীর ছাদ ভেঙে যাবে
ভাসবেই যখন বন্যায় একসাথে
ভেসে মরতে আপত্তি নেই কারও।
হলো না সবার সাথে সবার প্রেম।
আজ আসি, এই এলাম বলে
খোঁজ নেই নির্মম সুন্দর মিলনের
অনাহার সাধনা অনাথাশ্রম ঘুরে
মর মর, রব উঠে দিগন্ত মুছে,
আমাদের প্রীতি স্নেহের যৌথ খামার,
হলো না চাষাবাদ, হারাই উর্বর রেণু।
ওই সে যক্ষের বুড়ো বুড়ি এখনও
রেখেছে স্বর্গ নিজস্ব নিঃসঙ্গ অসুস্থ প্রজননক্ষেত্রে।
সংগ্রাম হলো না,
পেলাম না সন্তর্পণে
আহরণের সুখ।
ঘুম ঘুম চোখে
জেগে থাকে কয়েকটি ছড়ানো দেশ,
যদি এসে ঘুম দেখে না ডেকেই ফিরে যায়!

৩০/১২/২০১৯

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …