শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি ঋতিল মনীষা’র কবিতা ‘শীত বৃষ্টি অবসরে’

কবি ঋতিল মনীষা’র কবিতা ‘শীত বৃষ্টি অবসরে’

ঋতিল মনীষা

শীত বৃষ্টি অবসরে

শীতের রাত, আচমকা ক্ষণিক বৃষ্টির প্রহার।
একসময় বৃষ্টিও ফিরে গেল শীত বাড়িয়ে তাচ্ছিল্যে,
আসবে হয়তো আবার।
ধীরে ধীরে মৃত আলো মদির আবেশে
ঘিরে থাকে অহংকারী ব্যথাময় চারপাশ।
মাটির পুতুল, ডানা নেই তবুও ডানা ঝাপটায়
মহাশূন্যে ভীড় করে দু-একটি প্রদীপ।
কিছুক্ষণ আলোর নিচে অতঃপর আলো,
হলো না তা থৈ তা থৈ সুর ঝিমিয়ে এলো,
একটু আগুন ছিনিয়ে নিয়ে
অনেকটা গোপনে।
সুখটুকু রেখে কেবল দুঃখ শোনালো
চাপা নিঃশ্বাসে।
মাঝে মাঝে বিনিময় দরকার ঘুমের সাথে স্বপ্নের।
পিছু তাড়া করবে না কেউ,
সামনেও দাড়াবে না সারি সারি
গুলি হাতে মিলিটারি প্রভাত।
মিছিলে সরব কাকের তারস্বরে কার কথা, কে বলে যায়,
গুটিপয় স্বার্থপর শিক্ষিত চালাক!
দিনমান তামাশা ঢেকে কুয়াশায় ভেজা চাঁদ
জিইয়ে রাখে তড়িৎ স্মৃতির অভিঘাত,
জীবন এক ক্রম বিবর্তনে বৃদ্ধি করে আয়ু।
এক, একটি হেরে যাওয়া ছিদ্রান্বেষী অন্ধকার,
বলে যাক কি বলার আছে আর,
বৃষ্টির সাথে বৃষ্টি না হওয়া রাতের এতটুকুই তফাৎ।

০৪/০১/২০২০

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …