বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি ঋতিল মনীষার কবিতা ‘মেঘ জন্মে’

কবি ঋতিল মনীষার কবিতা ‘মেঘ জন্মে’

কবি: ঋতিল মনীষা

কবিতা: মেঘ জন্মে

আজ সব ব্যথার আগল খুলে দাও,
শুনুক আকাশ।
নতুন করে লুকানোর নেই কিছু
শস্যচারা কতকাল রাখবে লুকিয়ে ধানের গান!
রোদ ঢুকে মাথায় দিগন্ত রেখা বরাবর ঘুরে ঘুরে
কু্ড়িয়ে আনবে স্বপ্ন এক দীর্ঘ ক্লান্তিকর আবর্তনে
রহস্যের চেয়ে চড়াই পাহাড় অবসন্ন করে তুলে।
বলে যাও তাই বৃষ্টির কাছে কখনও আঘাত না করেও প্রতিঘাতে বিচিত্র ধরণী শুনাবে সহযোগে।
শকুনের অভিশাপে কলঙ্ক বাড়ে, বাড়ে সংগ্রাম
সহজ সৃষ্টির নিয়মে চেয়েছিলে কিছু ধ্বনি হোক
মেঘের বিবেকের মত
ঝরবে বলেই শান্তি।
আজ বলো স্বেচ্ছায় কেউ নরকের প্রতিদ্বন্দ্বী নয়,
নিভৃতে একাই চেয়েছিলে বোকা হতে
স্বার্থপর বুদ্ধিমানদের ভীড়ে,
পরিযায়ী পাখির পালকে গৃহসুখ আরাধনায়। হিতৈষী নক্ষত্র ছেড়ে যাবে একে একে
নিভৃত স্বাদের জীবন চারী সঙ্গ কামনা!
পড়ে রইব আমরা
গোলাপের সুগন্ধ ভেদ করে
শেকলের আড়ালে জীবাশ্ম জলের দাগে
উদ্ভ্রান্ত বাঁশির অনন্ত বর্ষায়।

২৫ জুন, ২০২০
মিঠাছড়ি

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …