বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি ঋতিল মনীষা’র কবিতা ‘বিস্তীর্ণ ছায়ার আবাদ’

কবি ঋতিল মনীষা’র কবিতা ‘বিস্তীর্ণ ছায়ার আবাদ’

ঋতিল মনীষা

বিস্তীর্ণ ছায়ার আবাদ

ভেসে যাই আরেকবার নতজানু ছায়ার কাছে,
ওই তো পড়ে আছে অল্পবয়সী রোদ্দুর।
ডেকে নেয় পুরনো কাপড়ের গন্ধ,
এখনও এখানে সেখানে ছিঁটেফোঁটা
রয়েছে আমৃত শৈশব,
সরু ঘাসের সর্বাঙ্গে।
খানিকটা অতীত বর্তমানকে ঘিরে,
কিছুটা ভবিষ্যত কর্মদন্ডের ফাঁকে
আরেকটু যেন দেখা বাকি,
উষ্ণতার গভীরে নিমিত্ত
পরস্পরের চোখে চোখ রাখা,
দূর্লভ ব্যথার রেখাচিত্রে
ছড়িয়ে আছে কোন ছবি!
দুই পথের ধারে এক চিলতে বুনো ফুল,
বুনো হর্ষের গন্ধ
গেরস্থ বাড়ির অদেখা আগাছায় অক্ষুণ্ন,
লুকানো এক টুকরো হাসি
ঝোলাই পুরে চাঁদ।
দ্বীপান্তরে পরিযায়ী পাখিদের
অবশিষ্ট প্রসাদ।
মগ্ন বিস্ময়ে ইদুরের গর্তে
খানিকটা জমা ধান,
অনন্ত অচেনা দিগন্তে তারা হয়ে ফুটে।

০৭/০৯/২০১৯

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …