শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি ঋতিল মনীষা’র কবিতা ‘দৃষ্টিহীন নদী’

কবি ঋতিল মনীষা’র কবিতা ‘দৃষ্টিহীন নদী’

ঋতিল মনীষা

দৃষ্টিহীন নদী

সারাদিন গালে হাত দিয়ে
বসে আছে বৃষ্টি
বৃথা তার কারণ স্মরণসভা
ওই মনহীন খরার নগরে
ছড়িয়ে পড়েছে বিষ
গুল্ম উত্তাপে রাগে নিজেকে
দাহ করে দৃষ্টিহীন নদী!
কোত্থেকে যে এলো
বিষের যন্ত্রণা, কায়াহীন
অকপট নিন্দা জানিয়ে
অলস বিষাদ বিড়বিড়,
সমস্ত রঙের উপকরণ শেষে
কিছু রঙ মিলিয়ে মুখ ফেরালে
কাগজের ঘর সজল পূর্ণ।
পেছনে কত দেখা বাকি
চোখের পা দু’টো সামনে-
সেতুবন্ধনের মাঝে কেবল
অবিশ্বাসী ভাঙন ক্ষুদ্র
একখানি নালায় আগাছা
কচুরিপানা দূরে দাড়িয়ে থাকা
ঝড় এলোপাথাড়ি!

১৪/০৯/২০১৯

আরও দেখুন

বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ ১৪৩১  উদযাপন করা হয়েছে। পরে সকাল …