সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি ঋতিল মনীষার কবিতা ‘তোমাকে নিয়ে সভ্যতার শেষ সময়ে’

কবি ঋতিল মনীষার কবিতা ‘তোমাকে নিয়ে সভ্যতার শেষ সময়ে’

ঋতিল মনীষা

তোমাকে নিয়ে সভ্যতার শেষ সময়ে

এক.
নির্জন, নিগূঢ় অন্ধকারে
তোমার পায়ের ছাপ
নির্জনতম খুনী,
আবিষ্ট অনাহারী চুম্বন
তুমি ফের এলে সন্ধ্যা নিয়ে হাতে
মন্দিরে ঘণ্টাধ্বনি,
তোমাকে ছেড়ে পবিত্র পবিত্রতম ঘুম
তোমাকে আগলে রাখা ঈশ্বর পালিয়ে যায় নিরাপদ সীমানা পেরিয়ে।
অনন্ত অগ্নির কাছে ক্রমাগত হিমশীতল নিঃশ্বাস
কালবিনাশী ডাকে ফুরিয়ে যাবে মঙ্গলধ্বনি-
তোমার ঠোঁটে নীল দংশন দেখেছে
সভ্যতার শেষ পরিণাম।

দুই.
কালিমা দিয়ে ভরবে তুমি সাদা পৃষ্ঠা?
কি আকঁবে হিজিবিজি খড়ের আদলে
বাবুই পাখির বাসা?
অন্ধকারে কি দেখলে তুমি
ঠোঁট ছোঁয়ালে ঠোঁটে!
বিদ্যূত চমকালে দেখো ঈশ্বরের মৃতদেহ ভাসছে পুকুরে-
খুলে গেছে নরকের দ্বার,
সভ্যতা শেষ হলে মুছে যাবে অখন্ড নরকের দুর্নাম।

১৮.০৯.২০১৭

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …