শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি ঋতিল মনীষা’র কবিতা ‘অনিবার্য’

কবি ঋতিল মনীষা’র কবিতা ‘অনিবার্য’

কবিঃ ঋতিল মনীষা

কবিতাঃ অনিবার্য

তুমি আমার নও
আমি তোমার
আমাকে তুমি খুঁজে নিয়েছো
গহীন বৃক্ষের ভেতর।
তোমার ধমনী সুদূর
নিবিড় শাখা প্রশাখায়
অনাহুত ঝড়-
তুমি শান্ত তপোবন।

কুয়াশা ঢাকা দ্বীপ পরিভ্রমণে
আলো ছায়া জীবনের পিছু
জল ঢাললেই মুছে যায় ধূলিকণা
বারো বছর অন্তর মানুষের মাংসের মত স্মৃতিরা বদলে যায়,
বদলে যায় কষ্টের উৎপত্তি
জন্মসীমা-মৃত্যুস্পৃহা।
কুয়াশার চাদরে রাখবে ধরে
প্রতারিত জীবন দর্শন-
আলাদা কোন রক্তের সম্পর্ক?
চিন্তার ভেতর আদিম ঢেউ
বস্তুর সাথে বস্তুর
মনের সাথে মনের
বস্তুর সাথে মনের-
কৃষি সম্পর্ক তলিয়ে যায় মৎস সমাজে
দুই গৃহস্থের উঠোনে
ধার দিয়ে রেখেছো দুই আত্মা
কে লিখবে তোমার ভাগ্যলিপি?

দ্বীপান্তরে এসেও মনে হয় এ জীবন নিয়ে কিছু করার কথা ছিল কি?
মানুষের হাতে-পায়ে-বুকে-মাথায় একই কষ্ট প্রতারণা শোক।
তুমি-ই হন্তারক আবার তোমাকে খুন করে রেখেছে আটলন্টিকের গভীর অতীত তলদেশ,
আমি কি ডুব দেব অনিবার্য অন্য কোন মহাসাগরের মস্তিষ্কে?
একা একা আমি কিছুতেই নিজেকে খুঁজে পাচ্ছি না…….

১৬/০২/২০১৭

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …