বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি উম্মে হাবীবা’র কবিতা ‘বসন্ত যে আজ’

কবি উম্মে হাবীবা’র কবিতা ‘বসন্ত যে আজ’

কবিঃ উম্মে হাবীবা

কবিতাঃ বসন্ত যে আজ

সাদা সুখে ভরে গেছে আঁচল।
চলো কিছু রঙ কুড়িয়ে নিই, মান্দারের মতো টকটকে,
চলো উড়োনচণ্ডী হই।
শহরের সবগুলি কনসার্টে ঢুকে পড়ি,
চিতকারে গলা ভাঙি।
আমাদের প্রথম দিকের চ্যাটবক্স আবৃত্তির মতো করে পড়ে শোনাই
যারা বার্ন ইউনিটে যন্ত্রনার সাথে জুঝছে,
গুণে গুণে এগারোবার বলি আজ বসন্ত এসেছে বাংলায়,
বোমাবাজদের হাতে তুলে দিই নবীন কবির প্রথম কাব্যগ্রন্থ।
বিরোধী দলকে আহ্বান করি ক্ষমতাসীন দলের সাথে ওপেনটি বায়োস্কোপ খেলায়,
বইমেলায় এখনো যেসব কাপল কম করে তিনটি বইও কেনেনি,
তাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে
আধ সের করে রক্ত দিতে উৎসাহিত করি।
মফস্বলের বরদের শুধু আজকে রাতে
ইমরান হাশমি স্টাইলে বউদের চুমু খেতে বলি।
যারা ঊনচল্লিশ বছর পার করেছেন বিবাহিত জীবনের,
আলমারি খুলে তাদের বিয়ের শাড়ি আর
সেসব গয়নাগুলি বের করে দিই,
সেজে-গুজে রাঙা হয়ে থাক।
কবুল বলার মতো করে ফিসফিসিয়ে বলতে শিখিয়ে দিই,
শুভ বসন্ত! ওগো বসন্ত এসেছে আজ…..!

১৩/০২/২০১৫

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …