রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি আব্দুল্লাহ্ আল মামুন এর ভর্ৎসনার কলধ্বনি

কবি আব্দুল্লাহ্ আল মামুন এর ভর্ৎসনার কলধ্বনি

ভর্ৎসনার কলধ্বনি

বাক্যহীন মুগ্ধতা নিয়ে কবিতা লিখছেন কবি,
বর্ষার কবিতা,
ফেলা আসা স্মৃতিময় বর্ষার।

ভিজে ছিলে তুমি জমানো মেঘের ভালোবাসায়,
পুলকিত সবুজ শুধু দুজনার।
দেখেছি তোমার চোঁখে প্রেমের উজান খেলা,
অপারগতা কোথায় ছিলো ?
খেললে আমার সাথে এমন অমানবিক খেলা।

ফিরে আসাটা তোমার তারাহীন অন্ধকারে,
টগবগে তরুণের খুঁজে পাওয়া বিষের বয়াম।
সুসজ্জিত বিছানায় তোমার অপেক্ষা নয়,
মাঝ রাতে ফিরে আসার স্বপ্ন নয়।
তাহলে কি ?
কাল বৌশাখীর ঝড়ে উলট পালট করে দেয়া আমার অস্তিত্ব।

নির্জন প্রহরে শব্দহীন বাতাসে,
তোমার কুমারী যৌবনের প্রতাপ।
পূর্ণিমারাতে আমার নিস্তব্ধ ব্যাকুলতা,
অশ্রু কন্ঠে সুপ্ত চেতনা।

স্নিগ্ধদৃষ্টিতে তোমার ভর্ৎসনার কলধ্বনি,
ভাষাহীন আমার ক্রন্দন দীর্ঘনিশ্বাস।

কবিঃ আব্দুল্লাহ্ আল মামুন

আরও দেখুন

লালপুরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,১৭ নভেম্বর:নাটোরের লালপুর উপজেলার ঈশ^রদী ইউনিয়ন যুবদলের উদ্দ্যোগে শান্তি ওকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …