প্রেম প্রচ্ছদ
অর্থ, স্বার্থ, সৌন্দর্য, মোহমায়া,
নয়ন জুড়ে স্বপ্নের প্রচ্ছদ।
তেতাল্লিশ বছর ফুরালো চেনা-অচেনায়।
স্বপ্নের প্রচ্ছদে ছানি পড়েছে।
প্রকৃতির সঙ্গে আলো আঁধারের প্রেম,
রাতের গুঞ্জনেভোরের আলো ফোটে।
প্রতিদিন বেলা গড়িয়ে দিনমাস যায়,
প্রখর রৌদ্র তাপদাহ,
পাতারা শুকিয়ে যায়।
প্রেম কোলাহলে বড্ড অভিমানী
বুক ছুঁয়ে অবিরত আর্তনাদ।
স্মৃতির মুহূর্ত গুলো নির্দয়
শরীরের লোমকূপে মায়াবী সময়,
শূন্য হাতের মুঠোর মতো হৃদয় শূন্য।
প্রিয়দর্শিনী বুকে প্রেম ঢেলে দিয়েছি,
মানবসত্ত্বার সৌন্দর্যের গুহায়,
ভারসাম্যহীনতা প্রেম নয়।
পঁচা ময়লা দুর্গন্ধের স্বাদ
গ্রহণে বিমর্ষ হয়ে – পড়ে থাকা প্রেম নয়।
সু-নয়ন হতে অন্তরে ধাবিত প্রেম
প্রকৃতি এবং সূর্য্যের মতো সমর্পিত।
প্রকৃত প্রেমের স্বপ্নের প্রচ্ছদ
– রাতের আধাঁরে জলে,
করুনায় সংক্রমিত অনলে।
লেখক: আইনুল হক,