নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি অসিত কর্মকারের কবিতা ‘অণুজীব-শিশুর অপেক্ষায়’

কবি অসিত কর্মকারের কবিতা ‘অণুজীব-শিশুর অপেক্ষায়’

কবিঃ অসিত কর্মকার

কবিতাঃ অণুজীব-শিশুর অপেক্ষায়

আর কোনোদিন পিছু ছাড়বে না
প্রজন্ম প্রজন্ম ধরে রয়ে যাবে মানুষের সাথে
তোমরা দেখে নিও একদিন।

শুক্রে শুক্রে পাবে তার লেশ
অবলার ডিম্বকোষই হবে নিরাপদ আশ্রয়স্থল,
ভূমিষ্ঠ হলেই নেবে মানুষের বেশ।

যদি বিশ্বাস নাই করো, তবে
ল্যাবে আরএনএ পরীক্ষা করাও, বলে দেবে
অণুজীব-যুক্ত কী দারুণ শিশু!

তখন দুঃখ কোরোনা,
শুধু এই ছোট্ট কথাটা মনে রেখো
বিষে কিসে বিষের ভয়।

২৭-০৫-২০২০ ইং

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …