রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি অসিত কর্মকারের কবিতা ‘দেখে নিও অঞ্জন’

কবি অসিত কর্মকারের কবিতা ‘দেখে নিও অঞ্জন’

কবিঃ অসিত কর্মকার

কবিতাঃ দেখে নিও অঞ্জন

মুণ্ডক্যামেরার শাটার স্পিড এক বাই ত্রিশ সেকেণ্ড
আর অ্যাপারচার এফ আট করো,যদি ভালো ছবি চাও
যদি ছবির সাথে পণ্য মিলিয়ে নিতে চাও।

এবার মনিটারে যা যা ভাসে,শাটারে খটাস দাও,
এই যে- জড়োয়া গহনাটা এখনই নিলে নিতে পারো,
এটা হলো মাহিন্দ্রা বোলেরু চারচাকা।

আর যা যা মন চায় এখনই নিলে নিতে পারো
মনিটারে ভাসা শপিংমলেও যেতে পারো বাধা দেবো না,
শুধু এবারের মত বাড়ির বাহিরে যেও না।

কথা মেনে একবার বলেই তো দ্যাখো
এনে দেবো ঘরের দুয়ারে ফোনে সেলফোনে সবই,
ক্যাপচার করা ছবিতে মিলিয়ে দেখে নিও।

০৮-০৫-২০২০ ইং
শত্তুর মিত্তির ♥

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …