কবিঃ কর্মকার
কবিতাঃ আমূল
আমূলের হবেনাকো শেষ
সুদীর্ঘ বংশতালিকায় চোখ বুলাতে বুলাতে দেখি,ঐ
শেকড়েই গজিয়েছে আরেক পরিচ্ছেদ।
সেই পরিচ্ছেদও একদিন
চিতার আগুনে ভস্ম হয়ে যাবে,কিন্তু তার আগেই
রেখে যাবে আরেক পরিচ্ছেদ।
২৭-০১-২০২০ খ্রি:
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …