সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি অসিত কর্মকারের কবিতা ‘আরজি’

কবি অসিত কর্মকারের কবিতা ‘আরজি’

কবিঃ অসিত কর্মকার

কবিতাঃ আরজি

যার প্রেরণায় আমি শিল্পী
তার কাছে করজোড়ে আরজি জানাই
হে প্রেরণাদাতা ক্ষমা করো-

বহু দেবতার মূর্তি গড়েছি
এ জীবনে আর নতুন কোনো দেবতার
মূর্তি-টুর্তি গড়তে চাই না-

আমার এই অপারগতা
অন্য দৃষ্টিতে নিও না,যদি ব্যাখ্যা চাও
তাও দিতে পারি শোনো-

যতবার বাস্তু প্রণেতার মূর্তি গড়ে
বেদীতে প্রাণ প্রতিষ্ঠা করেছি,ততবার প্রত্যেকে
বাস্তু নাগরূপে প্রকট হয়েছে-

তাই আমি প্রতিজ্ঞা করেছি
এ জীবনে আর নতুন কোনো দেবতার মূর্তি-টুর্তি গড়াবোই না,ক্ষমা করো।

০৮-০১-২০২০ ইং

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …