বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি অসিত কর্মকারের কবিতা ‘আপাকে বলুন’

কবি অসিত কর্মকারের কবিতা ‘আপাকে বলুন’

অসিত কর্মকার

আপাকে বলুন

আশেপাশে ক্যাসিনো না হোক ছোটখাটো
জুয়ার আসর আছে কি?

কোনও ডিম বিক্রেতা রাজনীতির
সংস্পর্শে এসেই কোটিপতি হয়েছে কি?

রাজাকার দর্শনে বিশ্বাসী,কিন্তু নৌকার লেভেল সেঁটে
জয় বঙ্গবন্ধু বলে গলা ফাটাচ্ছে কি?

আদতে রাজাকার,অথচ নিজেকে মুক্তিযোদ্ধা বলে
এলাকায় প্রভাব বিস্তার করছে কি?

যদি এমন লোকের সন্ধান পান,
যদি তাৎক্ষণিক কেলানির দৃশ্য দেখতে চান,সরাসরি
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বলুন।

২২-০৯-২০১৯ ইং

আরও দেখুন

বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ ১৪৩১  উদযাপন করা হয়েছে। পরে সকাল …