বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি অদিতি শিমুলের কবিতা ‘মৃতদল’

কবি অদিতি শিমুলের কবিতা ‘মৃতদল’

কবিঃ অদিতি শিমুল

কবিতাঃ মৃতদল

নৈঃশব্দের ফাটল থেকে প্রাণপণ সে
চিৎকার করে বলেছিল আমাকে –
” অদিতি, তুমি এখান থেকে সরে যাও,
তোমাকে আমি দেখতে পাচ্ছি না!
তোমার অলৌকিক পরিধি – মেঘহীন
“জুনের লিলিরগুচ্ছ” তোমার বিষাদ,
করুণমায়ায় তোমার রোদ্দুরের
ঝিমধরা সরূপ, সত্যমূর্তি!
দোহাই তোমার- আমি তোমাকে দেখতে চাই
দেখতে চাই- দেখতে চাই আরেকবার
তোমার আলোকিত ফুল,
” এদিকে চারিদিকে অন্ধকার। ঔপনিবেশিক রাতের
অবসন্ন প্রহরে সাঁজোয়া গাড়ি
আর প্রহরীর বাঁশি বেজে যায় অনন্ত কালের দিকে!
ঘূর্ণন ও মূর্ছনায় প্রাচীরে প্রাচীরে জমে আছে
অমর স্তব্ধতা কালের ঘুমে -।
সে একদিনও জানতে পায়নি
“ঝর্ণার জলে সূর্যের প্রতিভাত কখনও এক জন্মান্ধ কল্পনা মাত্র”…।
আমি জেগেছিলাম কবরের
মৃতদলে, স্থাপনার ভগ্নস্তুপের নিচে -।
মৃতঘুম মেখে উঠে এসে বলছি- আমি
মূলত মোমেরবাতি, জ্বলছি আজন্ম
রাত্রিময় একটি নাচঘরের দেয়ালের কারুকাজে।

আরও দেখুন

আমি মৃত আত্মা

আমি মৃত আত্মা টপি সরদার আমার ভাষারা কোথায়  আমার শব্দরা কোথায় আমার জবাব কোথায় আমার …