সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে নির্যাতন

কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ বিষয়ে সিংড়া থানায় নির্যাতিতার মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ১৪ বছর পুর্বে বালুভরা মহল্লার সমজান আলীর কন্যা শাপলার সাথে পারসিংড়া মহল্লার কফিল উদ্দিনের পুত্র রোকমান আলীর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে পরপর জন্ম নেয় দুটি মেয়ে সন্তান। এ নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। প্রায়ই রোকমান আলী তার স্ত্রী শাপলাকে মারধর করে।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বেধড়ক মারপিট করে তাঁর স্বামী। ক্রমাগত বাড়িতে আটকে রেখে শারিরিক নির্যাতন করে রোকমান আলী।

এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন রোকমানের শাশুড়ি জোসনা বেগম।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …