শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার ১১ টি ইউনিয়নে ভোট শেষে চলছে গননা

নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার ১১ টি ইউনিয়নে ভোট শেষে চলছে গননা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর  উপজেলার ১১ টি ইউনিয়নে ভোট শেষে চলছে গননা। এর মধ্যে গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের সবকটি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে ইভিএমএ। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ করতে নির্বাচনী এলাকায় বিজিবি, র‌্যাব ও পুলিশ স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। নলডাঙ্গা উপজেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে ২২১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গুরুদাসপুর উপজেলার ৬ টি ইউনিয়নের  নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ২৩৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নাটোরের গুরুদাসপুরের যোগেন্দ্র নগর কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে জেসমিন নামের এক নারীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …