নিউজ ডেস্ক:
কটন টেক্সটাইল শিল্পখাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ১ টাকা। গত বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রমআইন-২০০৬ অনুযায়ী ‘কটন টেক্সটাইল’ শিল্পখাতের শ্রমিক-কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ ২০১৮ সালে এ খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। তখন সর্বনিম্ন মজুরি ছিল ৫ হাজার ৭১০ টাকা। সে হিসাবে নতুন কাঠামোতে মজুরি বেড়েছে প্রায় ৭৫ শতাংশ।
শ্রম মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড ও এলাকাভেদে কটন টেক্সটাইল খাতে নিম্নতম মজুরি হবে ১০ হাজার ১ টাকা, আর সর্বোচ্চ ১৫ হাজার ৫৯৮ টাকা। মোট ১০টি গ্রেডে এসব মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি গ্রেডে মজুরির ক্ষেত্রে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা এই তিন শ্রেণি রাখা হয়েছে। তিন শ্রেণিতেই শ্রমিকদের মধ্যে মূল মজুরি, চিকিৎসা ও খাদ্য ভাতা সমান রাখা হয়েছে। তবে বাড়িভাড়া ও যাতায়াতের ক্ষেত্রে ভাতায় পার্থক্য রয়েছে।
নতুন কাঠামোতে সর্বশেষ বা দশম গ্রেডে শ্রমিক হিসেবে ধরা হয়েছে স্পিনিং, উইভিং ও তাঁতকাজের সহকারীকে। উপজেলা পর্যায়ের এ ধরনের শ্রমিকের নিম্নতম মূল মজুরি ৫ হাজার ১৬২ টাকা এবং অন্যান্য ভাতা মিলিয়ে মোট নিম্নতম মজুরি হবে ১০ হাজার ১ টাকা। জেলা শহরের ক্ষেত্রে এ মজুরি হবে ১০ হাজার ৩৫৯ টাকা ও বিভাগীয় শহরে ১০ হাজার ৮৭৫ টাকা। সর্বোচ্চ বা প্রথম গ্রেডে শ্রমিক হিসেবে রয়েছেন কার্পেন্টার, ওয়েল্ডার, ফিটারসহ বিভিন্ন পরিচালনা কাজের প্রধান বা জ্যেষ্ঠ কর্মীরা। বিভাগীয় শহরে এই গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৫৯৮ টাকা, জেলা পর্যায়ে ১৪ হাজার ৮০৪ টাকা এবং উপজেলা ও অন্যান্য এলাকায় ১৪ হাজার ৩০৭ টাকা।
এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকের ক্ষেত্রে নিম্নতম মজুরি ৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৪ হাজার ১০০ টাকা। এ খাতে শ্রমিকের শিক্ষানবিশকাল ধরা হয়েছে তিন মাস।
প্রজ্ঞাপনে কটন টেক্সটাইল শিল্প খাতের শ্রমিকের পাশাপাশি কর্মচারীদের নিম্নতম মজুরিও ঘোষণা করা হয়। কর্মচারীদের ক্ষেত্রে ৬টি গ্রেড করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন বা ষষ্ঠ গ্রেডে উপজেলা পর্যায়ে ১০ হাজার ১ টাকা এবং প্রথম গ্রেডে বিভাগীয় পর্যায়ে ২০ হাজার ২৪৬ টাকা নিম্নতম মজুরি ঠিক করা হয়েছে। কর্মচারীর ক্ষেত্রে শিক্ষানবিশকাল ছয় মাস। আর শিক্ষানবিশকালে নিম্নতম মজুরি ঠিক করা হয়েছে ৭ হাজার ৫০৩ টাকা।
এ ছাড়া নিম্নতম মজুরির প্রজ্ঞাপন প্রকাশের পর থেকে প্রতিবছর মূল মজুরির ৫ শতাংশ বৃদ্ধি পাবে।