নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরতে পারল না কিশোরী মনিকা খাতুন (১২)। দ্রুতগামী ঘাতক মাইক্রোবাস মহাসড়কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহত কিশোরীর সঙ্গে থাকা প্রতিবেশী মমতা বেগম (৫০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) মৃত্যুর সঙ্গে লড়ছেন।শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে পাকশী-দাশুড়িয়া লালন শাহ মহাসড়কের সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরী মনিকা খাতুন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের মহিদুল ইসলামের মেয়ে। আর গুরুতর আহত মমতা বেগম একই এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মনিরুজ্জামান জানান, মুন্নার মোড়ের পাশেই একটি ওয়াজ মাহফিল হচ্ছিল। মাহফিল শেষে রাস্তা পার হওয়ার সময় পাকশীর থেকে দাশুড়িয়া দিকে দ্রুতগামী একটি নোহা হাইয়েচ মাইক্রোবাস কিশোরী মনিকাকে চাপা দেয়। এতে মেয়েটির দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
একই সঙ্গে মমতা বেগমও গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …