শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / ওরা পেল র‌্যাবের ঈদ উপহার

ওরা পেল র‌্যাবের ঈদ উপহার

নিউজ ডেস্ক:
সুন্দরবনের আত্মসমর্পণ করা ২৭টি বাহিনীর ২৮৪ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফুয়েল জেটিসংলগ্ন এলাকায় শনিবার বেলা ১১টায় তাদেরকে এই উপহার সামগ্রী বিতরণ করে র‌্যাব-৮।

উপহারের মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ উপহার বিতরণ করেন। উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় সাংবাদিকদের বলেন, আত্মসমর্পণ করা দস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে এ দস্যুদের বিরুদ্ধে করা চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ছাড়া অন্যান্য সব সাধারণ মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …