বৃহস্পতিবার , এপ্রিল ১০ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / ‘ওজনে কারচুপিকারীদের ছাড় দেয়া হবে না’ -গুরুদাসপুরের এসি (ল্যান্ড)

‘ওজনে কারচুপিকারীদের ছাড় দেয়া হবে না’ -গুরুদাসপুরের এসি (ল্যান্ড)

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
গুরুদাসপুরে খুচরা ও পাইকারী কোন ব্যবসায়ী যদি ওজনে কারচুপি করে তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারের সকল খুচরা ও পাইকারী বিক্রেতাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান ।

সোমবার সকালে গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারে ওজনে কারচুপি, নোংড়া পরিবেশসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহীর প্রতিনিধি দল ও গুরুদাসপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালিন সময়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে চাঁচকৈড় বাজারের ৩টি প্রতিষ্ঠানে জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এসময় বাজারের সকল খুচরা ও পাইকারী বিক্রেতাদের উদ্দেশ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, আজকের পর থেকে কেউ ওজনে কারচুপি করবেন না এবং নোংরা পরিবেশে মালামাল রাখবেন না। পরবর্তীতে এ ধরনের কিছু পেলে জরিমানার সাথে কারাদন্ডও দেয়া হবে। নিজেরা ভাল থাকুন অন্যকেউ ভাল রাখুন।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …