সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে লালপুর থানা পুলিশের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে লালপুর থানা পুলিশের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, লালপুর:  
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নাটোরের লালপুর থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বেলুন উড়িয়ে লালপুর থানা চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। লালপুর থানার ওসি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ‌প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন নাটোর ১ লালপুর -বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসান সিদ্দিক, লালপুর থানার ওসি তদন্ত আবু সিদ্দিক, আব্দুলপুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ হীরেন প্রামাণিক, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের  সভাপতি গোলাম কাওছার, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় প্রমুখ ।

মাগরিব এর নামাজের বিরতির পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …