শুক্রবার , এপ্রিল ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস আজ

ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস আজ


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
আজ ৩০ মার্চ নাটোরের লালপুরে ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস। ১৯৭১ সালে এই দিনে উপজেলার ময়না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে লালপুর উপজেলার মুক্তি পাগল জনতা, ইপিআর ও আনসার বাহিনীর সস্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে পাক হানাদার বাহিনীর ২৫ রেজিমেন্ট  ধংস হয় এবং পাক বাহিনীর প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন খান ওরফে রাজা খান জনতার হাতে ধরা পড়ে।

পরের দিন ৩১ মার্চ লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গুলি করে হত্যা করা হয়। এই ময়না যুদ্ধে প্রায় অর্ধশতাধিক বাঙ্গালী শহীদ হয় এবং প্রায় ৩২ জন আহত হন বলে জানা গেছে। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস হিসেবে পালন করা হয়।

দিনটি উপলক্ষে ময়না গ্রামে শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভ চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে।

আরও দেখুন

হিলিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:“প্রাণিসম্পদে ভরবো দেশ’ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপি প্রাণিসম্পদ …