নিউজ ডেস্ক:
চীন থেকে কেনা সিনোফার্ম টিকার ৫৪ লাখ ডোজের আরেকটি চালান গতকাল শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছে। দিবাগত রাত পৌনে একটার দিকে চীনের বেইজিং থেকে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে ওই টিকা সংরক্ষণাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আজ শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার প্রথম আলোকে এসব তথ্য জানান।
গত ৩ জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর এ নিয়ে বাংলাদেশে ছয়টি চালানে ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ সিনোফার্ম টিকা বাংলাদেশে এল।
চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের সঙ্গে বাংলাদেশ সাড়ে সাত কোটি টিকা কেনার চুক্তি করেছে। এ ছাড়া চীন কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৪০ লাখ সিনোফার্ম টিকা উপহার দিয়েছে। এর আগে সরাসরি উপহার দেয় আরও ২১ লাখ সিনোফার্ম টিকা।