শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / এলেঙ্গায় এলপি গ্যাস সিলিন্ডার কারখানা করবে বিপিসি

এলেঙ্গায় এলপি গ্যাস সিলিন্ডার কারখানা করবে বিপিসি

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) টাঙ্গাইলের এলেঙ্গায় একটি এলপি গ্যাস সিলিন্ডার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে, বিপিসি নিজস্ব অর্থায়নে একটি প্রকল্প গ্রহণের ফিজিবিলিটি স্টাডি করবে। বিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বিপিসির চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এলপি গ্যাস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় রোববার এ সিদ্ধান্ত হয়।

প্রস্তাবিত কারখানাটি থেকে বছরে ২০ লাখ সিলিন্ডার উৎপাদন করার লক্ষ্য রয়েছে। ফিজিবিলিটি স্টাডির ফলাফলের ভিত্তিতে প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হবে এবং জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়ন হবে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে এক কোটি ৬০ লাখ এলপি গ্যাস সিলিন্ডারের চাহিদা আছে, যা ক্রমশ বাড়ছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …