রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / এলাকাবাসীর সুখে দুঃখে পাশে আছি এবং থাকবো -আনোয়ার হোসেন রানা

এলাকাবাসীর সুখে দুঃখে পাশে আছি এবং থাকবো -আনোয়ার হোসেন রানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম(বগুড়া):
বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেছেন, এলাকাবাসীর সুখেদুঃখে পাশে আছি এবং থাকবো। বর্তমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে রক্ষার জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তেমনি ত্রাণসামগ্রীও বরাদ্দ করেছে। তাই দেশের মানুষ এখনো অনেক ভালো রয়েছে। জাতির এই ক্রান্তিকালে সাংবাদিকরাও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

৫ মে দুপুর ১২ টায় নন্দীগ্রামে রানার চত্বরে তার ব্যক্তিগত কার্যালয়ে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ওই কথাগুলো বলেন। এতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বকুল হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম লিটন প্রমুখ।

এরপর আনোয়ার হোসেন রানা ব্যক্তিগতভাবে নন্দীগ্রামে কর্মরত সাংবাদিকদের মাঝে মাস্ক ও জীবাণুনাশক বিতরণ করেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …