রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / এম.হুমায়ুন কবির এর কবিতা ‘ভালো লাগে’

এম.হুমায়ুন কবির এর কবিতা ‘ভালো লাগে’

এম.হুমায়ুন কবির

ভালো লাগে

নির্জন গোধূলির নিমগ্নতা ভালো লাগে
জোছনাস্নান, শিশিরে ভিজতে ভালো লাগে।
উষার আকাশের লালিমা
ভোরের আলো ভালো লাগে।
নীল আকাশে মেঘের ভেলায় ভাসতে
দুর দিগন্তে হারিয়ে যেতে ভালো লাগে।
ভাঙ্গা স্বপ্নের টুকরো গুলো জোড়া লাগিয়ে
নতুন স্বপ্ন গড়তে ভালো লাগে।
তাঁরাদের সাথে লুকোচুরি খেলতে
বৃষ্টির সুরে গান গাইতে ভালো লাগে।
ফাগুনের মাতাল হাওয়ায় দুলতে
ফুলের জলসায় হাসতে ভালো লাগে।
পাখিদের সাথে  দুর গগনে উড়তে
নদীর স্রোতের মতো চলতে ভালো লাগে।
সাগরের লোনা জলে ঊর্মির সাথে নাচতে
নিঝুম প্রবালদ্বীপে জাগতে ভালো লাগে।
ভালো লাগে না কারও অবহেলা
প্রবঞ্চনা,বিশ্বাসের অমর্যাদা।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …