রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / এম.হুমায়ুন কবির এর কবিতা ‘সত্যের সৈনিক’

এম.হুমায়ুন কবির এর কবিতা ‘সত্যের সৈনিক’

এম.হুমায়ুন কবির

সত্যের সৈনিক

সত্যের সৈনিক সে-তো নির্ভীক
যুগে যুগে নিপিড়ীত সত্যের পথিক।
দিয়েছে রক্ত দিয়েছে প্রান
হয়েছে রাজদ্রোহী করেছে কারাবরণ।
সত্য ওদের ধ্যান জ্ঞান
ওরা দিয়ে গেল সত্যের সন্ধান।
রক্তে ওদের সত্যের নেশা
দেখিয়ে গেছে সত্য পথের দিশা।
দ্রোহের যাতনা সয়ে
আলোর মশাল জ্বেলে
কন্টক পথ ধরে চলেছে নির্ভয়ে
সেই তো সত্যের সৈনিক।
সত্যের বিপক্ষে দাড়িয়েছে যারা
ইতিহাসের আস্তাকুঁড়ে পরেছে তারা
ধিক্কার দিয়েছে রুদ্র স্রষ্টা
ললাটে তাদের জুটেছে ভর্ৎসনা।
সত্যের সৈনিক হারেনি কভু
দিয়েছে আশিস্ স্বয়ং প্রভু।
যুগে যুগে সত্যের সৈনিক হয়েছে মহান
তাই তো লিখে যাই তাদের জয়গান ।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …