রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / শিক্ষা / এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা ২০২১:একটি প্রশ্নের উল্লেখ করা হলো

এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা ২০২১:একটি প্রশ্নের উল্লেখ করা হলো

মোঃ রবিউল ইসলাম:
এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা ২০২১:একটি প্রশ্নের উল্লেখ করা হলো:
Fill up the blank with appropriate word.
I am glad____ your glorious result in the examination.
(a) of (b) for (c) at (d) to কোনোটি ঠিক উত্তর নয়। ঠিক উত্তর হবে:about.Glad about (=pleased)* I am glad about your glorious result in the examination. [ Correct sentence]বাক্যটিতে সন্তুষ্টি প্রকাশ করার কথা, কৃতজ্ঞতার কথা নয়।
Glad of (=gratefu): I’d be glad of your help. প্রশ্নপত্রের glad of ব্যবহার প্রচলিত ভুল।* প্রশ্ন করা হয়েছে: Fill up the blank…এখানে ‘fill up’ নয় ; Fill in the blank… হবে।
Or, Fill out the blank… হবে।Fill up দ্বারা কোনো কিছু পরিপূর্ণ করা বুঝায়।
The ditches had filled up with mud.Fill up the tank with oil.প্রশ্নপত্রের অনেক জায়গায় fill up ব্যকহার করা হয়েছে–যা ঠিক নয়। * বাক্যে আরো একটু ভুল আছে। বাংলাদেশের ইংরেজি বলে কথা!

আরও দেখুন

সিংড়ায় শিক্ষক ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর):নাটোরের সিংড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার সার্বিক …