রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার নয়-দাবিতে নাটোরে চিকিৎসকদের অবস্থান ধর্মঘট

এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার নয়-দাবিতে নাটোরে চিকিৎসকদের অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:  এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ডাক্তার নয়”, এই স্লোগানে ও বিএমডিসি আইন-২০১০-এর সর্বাত্মক বাস্তবায়ন এবং গণমূখী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে নাটোরের সর্বস্তরের চিকিৎসকরা অবস্থান ধর্মঘট পালন করেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে চিকিৎসকদের ঘন্টা ব্যাপী এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় চিকিৎসকরা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে হাজার হাজার এমবিবিএস ডাক্তার বেকার রয়েছে। তারা চিকিৎসা সেবা দিতে প্রস্তুত। এমতাবস্থায় গ্রামের হাতুড়ে ডাক্তারদের দৌরাত্ম্যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এন্টিবায়োটিকের যথেচ্ছ ও বহুল ব্যবহারের ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা হুমকির মুখে। এজন্য হাতুড়ে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা না দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি বিএমডিসি আইন-২০১০-এর সর্বাত্মক বাস্তবায়নের দাবি জানান তারা। উক্ত অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের চিকিৎসক সংগঠক ডা. মো: রাসেল, ডা. আমিনুল ইসলাম প্রমূখ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …