সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / এমপি হেলালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য করায় রাণীনগরে আনন্দ র‌্যালী

এমপি হেলালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য করায় রাণীনগরে আনন্দ র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় রাণীনগরে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাণীনগর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়ের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে র‌্যালীটি শেষ হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র‌্যালীতে অংশ নেয়।

এ সময় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …