শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / এমপি বকুলের নিজস্ব অর্থায়নে বাগাতিপাড়ায় সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন শুরু

এমপি বকুলের নিজস্ব অর্থায়নে বাগাতিপাড়ায় সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন শুরু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোর-১লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলের নিজস্ব অর্থায়নে নাটোরের বাগাতিপাড়ায় সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন কাজের উদ্বোধন করেন সাংসদ শহিদুল ইসলাম বকুল।  এ কাজে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে আট লক্ষ টাকা। 

এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবি পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ফরিদুর রেজা প্রমুখ। 

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, করোনা মহামারীর এই সময়ে বিশ্বের বহু দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে পড়েছে। হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এই মহামারীতে প্রাণহানি কমাতে ভ্যাকসিনের ব্যবস্থা করছে৷ গরীব মানুষকে খাবার সহায়তা দিচ্ছে৷ 

একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ করোনা দুর্যোগে মানুষের পাশে নেই মন্তব্য করে সাংসদ বকুল বলেন, বিএনপি সরকারের সমালোচনা করে। কিন্ত মানুষদের জন্য তাদের করার অনেক কিছুই আছে যা তারা করছে না। দেশের মানুষ আওয়ামী লীগের প্রতি পূর্ণ আস্থা রেখেছে৷ সেই আস্থার প্রতিদানে মানুষের পাশে সবসময় থাকবে আওয়ামী লীগ। 

বকুল বলেন, বাগাতিপাড়ার মানুষের জন্য যে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন শুরু হল, তা লালপুরেও স্থাপন করা হবে। আমার নির্বাচনী এলাকার কোন মানুষকেই অক্সিজেনের সংকট অনুভব করতে হবে না। সকলকে স্বাস্থ্যবিধি পালন ও ঘরে থাকার আহ্বান জানাই।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …