রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / এমপি প্রার্থী আব্দুল কুদ্দুসের‘আনন্দ র‍্যালি- শান্তি সমাবেশ 

এমপি প্রার্থী আব্দুল কুদ্দুসের‘আনন্দ র‍্যালি- শান্তি সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ‘আনন্দ র‍্যালি ও শান্তি সমাবেশ’ করেছে নাটোর-১ আসনের আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস।

শনিবার বিকেলে উপজেলার দয়ারামপুর  বাজারে আওয়ামীলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ ‘আনন্দ র‍্যালি ও শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি দয়ারামপুর বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে  তিন মাথার মোড়ে এসে  এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নাটোর-১আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুল কুদ্দুস বক্তব্যে বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন বিএনপি- জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদ, নৈরাজ্য ও অপরাজনীতি অব্যাহত রেখেছে। দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে।

তিনি আরও বলেন,বিএনপি-জামায়াতকে আন্দোলনের নামে এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ  রাজপথে থেকে তা মোকাবিলা করবে।

এসময় উপস্থিত ছিলেন দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউসুফ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ, নাটোর জেলা কৃষক লীগের সদস্য আবু জাহের মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …