বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক:নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে এগিয়ে রয়েছে এবি (আমার বাংলাদেশ) পার্টি। তাই চলমান নিবন্ধন আবেদন যাচাই বাছাইয়ের অংশ হিসেবে এবি (আমার বাংলাদেশ) পার্টির দিনাজপুর জেলা ও উপজেলা কার্যালয় সমূহ পরিদর্শন করেন নির্বাচন অফিসের কর্মকর্তারা।
বিরামপুর শহরের পুরাতন বাজার এলাকায় এবি পার্টির জেলা কার্যালয়ে বুধবার সকালে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী। পরিদর্শনকালে নির্বাচন কর্মকর্তা জেলা অফিসের অস্তিত্ব ও কার্যকারিতার প্রামানিক দলিল দেখতে চান। এ সময় তাকে সকল প্রামানিক দলিল সরবরাহ করেন এবি পার্টির দিনাজপুর জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম। দলের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা শাখার সদস্য সচিব প্রভাষক মেহেদী হাসান চৌধুরী পলাশ।
নির্বাচন কর্মকর্তার পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, জেলা শাখার যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সদস্য সচিব হাদিসুর রহমান, অর্থ সম্পাদক সাইদুর রহমান সুমন, সহকারী সদস্য সচিব সামিউল আলম, সহকারী সদস্য সচিব মফিদুল ইসলাম, সদস্য মজিবর রহমান প্রমুখ।