সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / এবার সিংড়ার তিশিখালি মেলা বন্ধ

এবার সিংড়ার তিশিখালি মেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
এবার করোনাভাইরাস এর কারণে এবার সিংড়ার তিশিখালি মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার তিশিখালী মাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ,আগামী ৩১শে মার্চ ও ১লা এপ্রিল হতে যাওয়া নাটোর জেলার সিংড়া উপজেলার চলনবিলের ঐতিহ্যবাহী তিশীখালী মেলা বন্ধ করা হয়েছে। আর এ জন্য সকলস্তরের ভক্ত ও জনসাধারণবৃন্দকে তিশীখালী মেলা উপলক্ষে তিশীখালীতে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিশিখালী মাজার কমিটির সভাপতি ফকির মো রিয়াজুল ইসলাম(রিয়াজ) ও সাধারণ সম্পাদক কামাল পাশা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে সকল ধরনের সভা-সমাবেশ ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই ঐতিহ্যবাহী তিশিখালী মেলা বন্ধ করে দেয়া হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …