বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / এবার মারা গেলেন রফিক

এবার মারা গেলেন রফিক

নিজস্ব প্রতিবেদক:

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার আগ্রান তেল পাম্প এলাকায় গত ১৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সড়ক দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত হয়। আহতরা হলেন উপজেলার পারকোল গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মহিষ মালিক রফিক উদ্দিন (৫০), বড়াইগ্রামের আব্দুর রহিম শেখের ছেলে মোটরসাইকেল চালক মেহেদী হাসান (২৪) ও লক্ষীকোল গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মোটরসাইকেল আরোহী বিপ্লব (২২)।

এর মধ্যে মহিষের মালিক রফিক উদ্দিন গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আজ সকালে সেখানে চিকিৎ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় ও পুলিশি সুত্রে জানা যায়, ১৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় কৃষক রফিক উদ্দিন মাঠের কাজ শেষ করে মহাসড়কের পাশের ফিডার পথ বেয়ে তার দুইটা মহিষ নিয়ে বাড়ি ফিরছিলেন।

এসময় বনপাড়া থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল আগ্ৰাণ তেল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহিষের মালিক রফিককে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হয়।এঅবস্থায় পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনায় কবলিত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। পরে মহিষের মালিক রফিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …