সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / এবার বিলুপ্ত হলো নাটোর জেলা ছাত্রলীগের কমিটি

এবার বিলুপ্ত হলো নাটোর জেলা ছাত্রলীগের কমিটি

নিজস্ব প্রতিবেদক:
এবার বিলুপ্ত হলো নাটোর জেলা ছাত্রলীগের কমিটি। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান নাটোর জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। ৩০ জুলাই শুক্রবার রাতে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক পত্রে এই তথ্যটি জানানো হয়।

এতে আরো জানানো হয় যে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো। এছাড়াও আগামী ১০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটিতে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য এর আগে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …