শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / ই-লার্নিং / এবার বাংলা ভাষার ভুল ব্যবহার ঠেকাতে আসছে ‘সঠিক’ অ্যাপ

এবার বাংলা ভাষার ভুল ব্যবহার ঠেকাতে আসছে ‘সঠিক’ অ্যাপ


নিউজ ডেস্ক:
বাস্থ্য সেবার ‘সুরক্ষা’ অ্যাপের পর এবার ডিজিটাল মাধ্যমে রক্তে কেনা মায়ের ভাষার ভুল ব্যবহার ঠেকাতে তৈরি হচ্ছে অ্যাপ্লিকেশন।  বাংলা বানান ও ব্যাকরণ সংশোধক এই অ্যাপটির নাম ‘সঠিক’। অ্যাপ্লিকেশনটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। ফলে বানান বা বাক্যের গঠন ভুল হবার সঙ্গে সঙ্গে তা লেখকে ধরিয়ে দেবে অ্যাপটি। বদলে দেবে সঠিক বানান বা শব্দটি। মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি ব্যবহার ছাড়াও এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন ব্রাউজার প্লাগ-ইন, অ্যান্ড্রয়েড ও আইওএস কিবোর্ড এবং স্ট্যান্ড-অ্যালোন অ্যাপস হিসাবে ব্যবহার করা যাবে সঠিক।

নিজেদের তৈরি অ্যাপটি নিয়ে ভীষণ উচ্ছ্বছিত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, সোমবার আইসিটি বিভাগের আওতাধীন বিসিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত এক বৈঠকে পরীক্ষামূলক সংস্করণ প্রকাশের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। পরীক্ষামূলক সংস্করণ খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে।

পলক আরো বলেছেন, ‘সঠিক’ বাংলা কম্পিউটিং-এ ‘সঠিক’ অ্যাপটি ডিজিটাল মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছি।

সূত্রমতে, একই প্রকল্পের আওতায় ‘সঠিক’ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলা পাবলিক সেন্টিমেন্ট বিশ্লেষণ ‘জনমত’ এবং বাংলা ওসিআর ‘বর্ণ’সহ আরও বেশ কয়েকটি জনগুরুত্ব সম্পন্ন সফটওয়ার তৈরির কাজ চলছে, যা পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে।

আরও দেখুন

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক……..নয়ন আর্ট একাডেমির আয়োজনে স্থানীয় মহারাজা কেজি স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় শহরের …