নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / এবার নাটোরে পদ্মার চরে দেখা মিলল ৪ রাসেল’স ভাইপার

এবার নাটোরে পদ্মার চরে দেখা মিলল ৪ রাসেল’স ভাইপার

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরে পদ্মার চরে বাদামের জমিতে দেখা মিলল চারটি বিষধর রাসেল ভাইপার সাপ। এসময় একটি মা’সহ চারটি বাচ্চা রাসেল’স ভাইপার সাপ পিটিয়ে হত্যা করে কৃষকরা। শনিবার (২২জুন) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার নসাড়া চরে বাদামের জমিতে এ সাপের দেখা মিলে। স্থানীয় সূত্রে জানা গেছে,পদ্মার চরে বাদামের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এসময় হঠাৎ বিশাল একটি মা রাসেল’স ভাইপার সাপ তারা দেখতে পায়। পরে চরে বাদাম তুলতে আসা কয়েকজন কৃষক মিলে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। সেখানে আরও সাপ আছে কিনা তা খুঁজতে থাকেন কৃষকরা। এক পর্যায়ে ওই স্থানে বাদামের জমিতে আরও ৩টি বাচ্চা সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। এ খবর শুনে আশেপাশের মানুষ মৃত সাপ গুলোকে দেখতে ছুটে আসে। এ ঘটনার পর জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে। আজ ও নাটোরের লালপুরের পদ্মার চরে আবারও ধরা পড়ল জীবিত দুইটি বিষধর রাসেল’স ভাইপার (চন্দ্রবোড়া)সাপের বাচ্চা । আতঙ্ক ছড়িয়ে পড়েছে লালপুরজুড়ে। রবিবার (২৩ শে জুন) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসাড়ার চরে কুমড়ার জমিতে ঘাস কাটার সময় তিনটি রাসেল’স ভাইপার সাপের বাচ্চা দেখতে পাই মহড়কয়া কয়লার ডহর গ্রামের লোকমান মিস্ত্রির ছেলে কাজল (২২) নামের যুবক। এ সময় আতঙ্কিত হয়ে একটি সাপের বাচ্চাকে কুপিয়ে মেরে ফেলেন কৃষকরা। এবং দুইটি জীবিত রাসেল ভাইপার সাপের বাচ্চাকে কৌটাবন্দী করে এলাকাবাসীকে দেখানোর উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে কাজল। লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কেএম শাহাবুদ্দিন বলেন,সাপে দংর্শন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনাম রয়েছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-(বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক-ফজলে রাব্বী বলেন,পাখি,বেঁজি,গুইসাপসহ অন্যান্য বন্যপ্রানী নির্বিচারে নিধনের ফলে প্রকৃতিতে বিরুপ প্রভাব পরেছে ও বর্তমানে আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছোড়ানো হচ্ছে। কোন রুপ গুজবে কান না দিয়ে- সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। সিংকঃ ডা একেএম শাহাবুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা লালাপুর,নাটোর।

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …