সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / এন এস সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রলীগের স্বাগত মিছিল ও আলোচনা সভা

এন এস সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রলীগের স্বাগত মিছিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
নাটোরে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ১৩ টি বিভাগের উদ্বোধনী ক্লাস ও নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কলেজ শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার সকালে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এস এম সাহাদত হোসেন রাজীবের নেতৃত্বে এক আনন্দ মিছিল বিজ্ঞান ভবন থেকে বের হয়ে কলেজের ম‚ল ভবনে প্রবেশ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়ন, সহ-সভাপতি রাকিবুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক শেখ রাসেল হৃদয় প্রমুখ।

উক্ত মিছিল শেষে প্রতিটি বিভাগে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রোফেসর সামসুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুল মোতালেব সহ ছাত্রলীগ ও সাধারণ ছাত্রছাত্রীরা। এ সময় প্রতিটি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরন করে নেন অধ্যক্ষ ও অন্যান্য অতিথিবৃন্দ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …