বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / টপ স্টোরিজ / এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, বাবা মায়ের পাশেই হবে সমাধি

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, বাবা মায়ের পাশেই হবে সমাধি

নিউজ ডেস্ক:
জনপ্রিয় কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। জানিয়েছেন, তার দুলা ভাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস। তিনি জানান, আগামীকাল এন্ড্রু কিশোরের ছেলে এন্ড্রু  জুনিয়র সপ্তক অস্ট্রেলিয়া থেকে ফিরবেন।

আগামী ১৪ জুলাই অস্ট্রেলিয়া থেকে রাজশাহীতে ফিরবেন শিল্পীর কন্যা সংঘা। এরপর ১৫ জুলাই সকালে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হবে। পরে শ্রদ্ধা জানাতে রাখা হবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে (অনুমতি সাপেক্ষে)। এরপর তাকে সমাহিত করা হবে বাবা-মায়ের কবরস্থানেই। 

তিনি আরো জানান, এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছাতেই তাকে রাজশাহীতে সমাহিত করা হবে। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সময়েও তিনি বলে গেছেন তাকে যেনো রাজশাহীতে বাবা মায়ের পাশে কবর সমাহিত করা হয়।  শিল্পীর অবস্থা খারাপ হলে তাদের পরিবারের ৬জন চিকিৎসক সার্বক্ষণিক পাশে ছিলেন বলেও জানান তিনি। ফোনো. ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস, এন্ড্রু কিশোরের দুলাভাই।

আরও দেখুন

সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর

ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …