শনিবার , এপ্রিল ২৬ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / এদেশে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করছি

এদেশে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করছি

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, এদেশে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করছি। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই তাই এক সঙ্গে মিলেমিশে আগামীর জন্য আরো ভালো কাজ করতে চাই। বিগতদিনের দুঃসময়ে বিএনপি আপনাদের পাশে থেকেছে আগামীতেও থাকবে। আপনারা যখন যেভাবে আমাকে ডেকেছেন আমি মোশারফ আপনাদের পাশে ছুটে এসেছি। আল্লাহ যদি আমাকে আবারো সম্মান দেয় কথা দিয়ে যাচ্ছি এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন করবো। শনিবার (৫ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়া রাধাগোবিন্দ মন্দিরের হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দাসগ্রাম বৃন্দাবনপাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্রের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান। 

সেসময় উপজেলা বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কালিকাপুর রাধাগোবিন্দ মন্দির চত্বরে হরিবাসরে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

আরও দেখুন

নাটোরে হজ্ব গ্রুপের উদ্যোগে ২০২৫ সালের হজ্বযাত্রীদের হজ্ব প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক………………………………….রাহাবারে হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস নাটোরে হজ্ব গ্রুপের উদ্যোগে ২০২৫ সালের হজ্বযাত্রীদের হজ্ব প্রশিক্ষন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *